আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ কাউকে দলে নেওয়া যাবে না। বিএনপির সদস্য হতে হলে গোপনে নয়, প্রকাশ্যে যোগ দিতে হবে।”
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “মনে রাখতে হবে, যারা আমাদের সঙ্গে থাকলে ভোট কমে যায়—তাদের বিএনপি থেকে দূরে রাখতে হবে। দলে গুণগত পরিবর্তন আনতে হলে যোগ্য ও গ্রহণযোগ্য মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি বলেন, “গত ১০-১৫ বছরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সরকারি দমন-পীড়নের কারণে ঠিকভাবে পরিচালনা করা যায়নি। গোয়েন্দা নজরদারি, মামলা-হামলা ও নিপীড়নের কারণে অনেক জায়গায় দলীয় কর্মসূচি পালন করা যায়নি। তারপরও আমরা সংগ্রাম করেছি, নেতাকর্মীরা জেলে গেছেন, অনেকে প্রাণও দিয়েছেন।”
তিনি আরও বলেন, “৭০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। এত বড় দলে এ ধরনের নিপীড়নের নজির বিরল। কিন্তু এখন সময় এসেছে, দলের ভিতরে শক্তিশালী সংগঠন গড়ে তোলার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমসহ নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।