নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি হওয়া এক আদেশে এ তথ্য জানানো হয়।
বদলির এই সিদ্ধান্তের পেছনে তার বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখা রবিবার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপির মাধ্যমে নাদিরার অপসারণ এবং শাস্তির দাবি জানায়। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, তিনি ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন।
বদলির পর নিজের সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে নাদিরা ইয়াসমিন লিখেছেন, “আমাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। আমার সঙ্গে করা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও। তিনি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “জনতার চাপের কাছে নতি স্বীকার করে নেয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। এটি দ্রুত বাতিল করা হোক।”
নাদিরা ইয়াসমিনকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন অনেকে।