‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এবার গোপালগঞ্জে পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি জুলাই মাসজুড়ে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে দলটি।
গতকাল (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক পোস্টে তিনি লেখেন,
“১৬ জুলাই… মার্চ টু গোপালগঞ্জ।”
পদযাত্রার ঘোষণা দেওয়ার পরই দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও পরপর তিনটি পোস্টে এই কর্মসূচির প্রতি আহ্বান জানান। তিনি লেখেন:
“আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।”
এর কিছুক্ষণ পর তিনি আবারও একটি আহ্বানমূলক পোস্টে লেখেন:
“বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।”
🗣️ গোপালগঞ্জের অধিকার নিয়ে বার্তা
সারজিস আলম তাঁর সর্বশেষ পোস্টে গোপালগঞ্জবাসীর প্রতি বার্তা দিয়ে বলেন:
“আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে। জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।”
🛡️ প্রসঙ্গত
গোপালগঞ্জ দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। একে ঘিরে রাজনৈতিক তৎপরতা সব সময়ই সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়। এনসিপির পদযাত্রা সেখানে নতুন মাত্রা যোগ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।