মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগে আলোচিত আল আকাবা সমবায় সমিতির একটি দোকান থেকে মালামাল গোপনে সরানোর সময় জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতদের একজন জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস হোসেন। অপরজন তার সহযোগী বলে জানা গেছে।
শনিবার (১৭ মে) দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতদের গলায় জুতার মালা পরিয়ে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আল আকাবা সমবায় সমিতির এক গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম জানান, রাতের আঁধারে ‘ওয়ান এ’ নামে সমিতির পরিচালিত একটি রেডিমেড পোশাকের দোকান থেকে মালামাল সরানোর সময় তাদের আটক করা হয়। তিনি অভিযোগ করেন, সমিতির কর্মকর্তারা কয়েক লাখ টাকা মূল্যের মাল গোপনে সরিয়ে নিতে চেয়েছিল।
সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম বলেন, “প্রায় ৭০০ কোটি টাকার আমানত নিয়ে আত্মগোপনে চলে গেছেন কর্মকর্তারা। গ্রামের সাধারণ মানুষকে চড়া সুদের লোভ দেখিয়ে টাকা নিয়েছে এই চক্র। এখন দোকানের মাল সরিয়ে পালানোর চেষ্টা করছিল।”
মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বলেন, “আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।