বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সমালোচনা করে বলেছেন, ঈদের মতো একটি পবিত্র ধর্মীয় উৎসবকে অবমাননা করে তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, প্রথম আলো ৩০ মার্চ প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে একটি কুকুরের ছবি ব্যবহার করেছে, যা মুসলিম ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ বেমানান এবং ঈদের ভাবমূর্তিকে অপমান করার সামিল। তিনি প্রশ্ন তোলেন, “এ কেমন অদ্ভুত আচরণ?”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, এর আগেও প্রথম আলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর উপস্থাপনার জন্য বিতর্কের মুখে পড়ে এবং তখন সম্পাদক মতিউর রহমান বায়তুল মোকাররম মসজিদের খতিবের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান। অথচ এখন আবার তারা এমন একটি সংবেদনশীল বিষয়ে বিতর্কিত উপাদান প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, “এই মনোভাব ও দৃষ্টিভঙ্গি অত্যন্ত জঘন্য। ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকে ব্যঙ্গ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই কর্মকাণ্ড অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং পত্রিকাটিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
তিনি মন্তব্য করেন, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান না দেখিয়ে এমন কর্মকাণ্ডের মাধ্যমে একটি গণমাধ্যম তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।