ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
বাণীতে তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। স্বাধীনতার জন্য যারা আত্মদান করেছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি চক্রান্তের কারণে গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তারেক রহমান জাতির সম্মিলিত ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার আহ্বান জানান এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।