ভারত অভিন্ন ৫৪ নদ-নদীতে অবৈধভাবে বাঁধ দিয়েছে। আমাদের দেশের ওপর অনেক ধরনের আগ্রাসন চালাচ্ছে। আমরা ভারতের তীব্র পানি আগ্রাসনের শিকার। ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে দরকার জাতীয় ঐক্য বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।
বৃহস্পতিবার (১৫ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃুতিতে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন।
তারা ঐতিহাসিক ফারাক্কা রংমার্চের মহান নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যাতে কোনো আপত্তি না করে সেজন্য তারা গত সাড়ে ১৫ বছর আমাদের দেশে ভারতের পদলেহনকারী সরকার বসিয়ে রেখেছিল। ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়।
নেতৃদ্বয় বলেন, ৮ কোটি মানুষ আজ ভারতের পানি আগ্রাসনের শিকার। ভারতের এ আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব দিতে হবে। শেখ হাসিনা ১৯৯৬ ফারাক্কার পানি বন্টন নিয়ে যে চুক্তি করেছিল সে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহারের আরও সুযোগ পায়। বাংলাদেশ ভারতের এ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কোন আন্তর্জাতিক ফোরামে যাওয়ার সুযোগ পায়নি। আগামী বছর এ চুক্তির মেয়াদ শেষ হলে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি করতে হবে। তা না হলে জাতিসংঘসহ আমাদের আন্তর্জাতিক ফোরামে ভারতের বিরুদ্ধে অভিযোগ পেশ করতে হবে।
১৬ মে শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র উদ্যোগে ফারাক্কা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্তুজা। এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এনডিপি’র সকল নেতাকর্মীদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।