ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতা এবং ছাত্রবান্ধব পরিবেশ বিনষ্ট করায় শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক নষ্টের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশে ছাত্রদল এই দাবিগুলো তোলে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “মান-সম্মান থাকতে আপনারা পদত্যাগ করুন। আমাদের এমন কর্মসূচি দিতে বাধ্য করবেন না, যাতে শিক্ষক-ছাত্র সম্পর্ক আর টিকে না থাকে।”
সমাবেশের শুরুতে টিএসসি থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। সমাবেশে উপাচার্য নিয়াজ আহমেদ খানকে ‘ফাদার অব মবোক্রেসি’ বলে আখ্যায়িত করে গণেশ বলেন, “আজ থেকে তাকে ‘মাননীয়’ উপাচার্য বলা হবে না।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর নিয়োগ পাওয়া প্রশাসনের ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু এখন প্রমাণ হচ্ছে, তারা একটি অসৎ চক্রান্তে জড়িত। সাম্য হত্যাকাণ্ডের বিচার না হওয়া, ক্যাম্পাসে সহিংসতা, অপমানজনক আচরণ—সবকিছু মিলে বর্তমান প্রশাসনের আর নৈতিক অবস্থান নেই।”
সমাবেশে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, প্রশাসনের ব্যর্থতায় সাম্য হত্যাকাণ্ড ঘটেছে এবং এর দায় নিয়ে উপাচার্য ও প্রক্টরের সরে দাঁড়ানো উচিত। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
সমাবেশ থেকে ছাত্রদল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, গণতান্ত্রিক এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা সচেষ্ট থাকবে, তবে প্রশাসনের ব্যর্থতা সহ্য করা হবে না।