Satyajit Das (Moulvibazar Correspondent):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।
শনিবার (১০ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক কোরেশী ময়ন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন-এর স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,গত ৯ মে রাতে মুহিতুর রহমান হেলালের ওপর সংঘটিত এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা বলেন, “একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে,কিন্তু ভিন্নমতের নেতার ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
জেলা বিএনপি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং এই ধরনের হামলা দেশের চলমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে তুলবে।