বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে ঢাকায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ মে) তাকে রাজধানী থেকে আটক করে ডিবির হেফাজতে নেওয়া হয়। তবে গ্রেপ্তারের কারণ বা অভিযোগ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
২০১৪ সালে স্বামী শওকত হোসেন হিরনের মৃত্যুর পর বরিশাল-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন জেবুননেসা আফরোজ। তিনি দশম জাতীয় সংসদে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার স্বামী হিরন একই আসনের সাবেক এমপি, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন।