মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করায় কোনো দ্বিমত নেই।”
সোমবার (১২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ, বিদায় ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শাহজাহান মিঞা বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার হিসেবে দেশ শাসন করেছে। তারা সন্ত্রাস, মামলা-হামলা, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে জনগণকে নিপীড়ন করেছে। তাদের সকল অপরাধের বিচার হওয়া উচিত, যেন কেউ বিনা বিচারে রেহাই না পায়।”
তিনি শিক্ষাব্যবস্থার দুরবস্থার কথাও তুলে ধরে বলেন, “গত ১৭ বছরে শিক্ষাক্ষেত্রে গুণগত কোনো উন্নয়ন হয়নি। শুধু সংখ্যাগত কিছু উন্নতি হয়েছে, কিন্তু মানের দিক থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষার গুণগত মানোন্নয়ন।”
অনুষ্ঠানের অন্যান্য অংশ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের ড. গোলাম আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব আলমগীর কবির জুয়েল।
এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।