Satyajit Das (Moulvibazar Correspondent):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,”ক্ষমতার নয়,মানবতার লড়াই’ই আমাদের দায়িত্ব।” মঙ্গলবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ী উপজেলার এম এ মুমিত আসুক চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত এক দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে সমাজ গঠনের মৌলিক দায়িত্ব ও মানবিক চেতনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,”প্রতিটি শিশুর বেড়ে ওঠার পেছনে সমাজের অনেকের অবদান রয়েছে। আমাদের সন্তানদের এ চেতনায় বড় হতে হবে।” তিনি বেকারত্ব দূরীকরণ,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণের প্রতি জোর দেন।
ডা. শফিকুর রহমানের বক্তব্যে ইসলামী রাষ্ট্রচিন্তার ছাপও স্পষ্ট ছিল। তিনি বলেন,”যার কিছু নেই, তার দায়িত্ব রাষ্ট্রের। আর যার অনেক কিছু আছে, তার দায়িত্ব অন্যদের প্রতি সহানুভূতি দেখানো।” তিনি চান, ইসলামী ইতিহাসের ন্যায়পরায়ণ শাসক হযরত ওমরের আদলে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
তাঁর বক্তব্যে রাজনৈতিক ক্ষমতার প্রতি মোহ পরিহার করে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন,”ক্ষমতার জন্য নয়,মানবতার কল্যাণের জন্য আমরা কাজ করছি। জনগণের আস্থা ও আল্লাহর সহায়তা পেলে দেশের দায়িত্ব নিতে আমরা প্রস্তুত।”
বিশ্লেষকদের মতে,ডা. শফিকুর রহমানের এই বক্তব্য জামায়াতের নব্য মানবিক ইমেজ নির্মাণের প্রচেষ্টার অংশ হতে পারে। বিগত সময়ে দলটি কঠোর রাজনৈতিক অবস্থান থেকে আজ ন্যায্যতা, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার আলোচনায় মনোযোগী হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
সভায় সভাপতিত্ব করেন;উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা,যাদের মধ্যে ছিলেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান,সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম,মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী প্রমুখ।
মূলত নৈতিকতার জোরে সমাজ গঠনের আহ্বান করেছেন শফিকুর রহমান। রাজনৈতিক ক্ষমতার আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার বার্তা এই সভার মূল উপজীব্য। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী যে সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক চেতনাকে সামনে আনতে চাইছে,তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকলো এই দাওয়াতী সভা।