Maruf Sarkar, reporter:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরবেন একদিন পিছিয়ে ৬ মে।
মঙ্গলবার ৬ মে যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জানা গেছে, দেশে ফেরার পথে কাতারে যাত্রা বিরতি করবেন খালেদা জিয়া। শনিবার (৩ মে) বিকেলে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, কাতারের আমিরের দেওয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর যুবদল।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এ তথ্য জানান। তিনি জানান, আমরা ম্যাডামকে বরণ করতে যুব দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা হোটেল রেডিশনের এখানে থাকবো। এছাড়া দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক সিলেটের রত্নগর্ভা কৃতি সন্তান ডা: জোবায়দা রহমান । তাকে বরণ করতেও আমরা প্রস্তুত।