Staff Correspondent:
জাতীয় সংসদ নির্বাচন জুন পর্যন্ত গড়ানোর সম্ভাবনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, নির্বাচনের সময় বিলম্ব করার উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে নানা অজুহাত ও নাটকীয় পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা আগেও বলেছি, নির্বাচনের জন্য ডিসেম্বর উপযুক্ত সময়। এখনও সেই অবস্থানে অনড় আছি।” তিনি অভিযোগ করেন, “সরকার এখন বিচার প্রক্রিয়াকে অজুহাত বানিয়ে নির্বাচন পেছানোর কৌশল নিচ্ছে।”
তিনি আরও বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটি বিষয় একসঙ্গে চলতে পারে। এতে কোনো সাংঘর্ষিকতা নেই।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, “বিচার হোক, আমরাও চাই। কিন্তু সেটা অজুহাত বানিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।”
এর আগে গত শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ বলে জানিয়েছে।
এদিকে, সোমবার গুলশানে বিএনপির মিডিয়া সেলের অধীনে আয়োজিত ‘টক শো ডিসকাশন গ্রুপ’-এর এক মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন বিলম্বের সম্ভাবনাকে ‘দুরভিসন্ধিমূলক’ হিসেবে বর্ণনা করেন। তিনি টেলিভিশন ও অনলাইন আলোচকদের এ বিষয়টি জোর দিয়ে তুলে ধরার আহ্বান জানান।
বিএনপি মনে করে, ডিসেম্বরের পর রমজান, এসএসসি-এইচএসসি পরীক্ষা ও বর্ষা মৌসুমে নির্বাচন করা সাংগঠনিকভাবে কঠিন এবং অযৌক্তিক হবে। সেই কারণে দলটি অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় রয়েছে।