মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
“বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ভিতরেও নির্বাচন না দেওয়ার নানা চিন্তা-ভাবনা ঘুরপাক খাচ্ছে,”—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
শনিবার (১৭ মে) দুপুরে তাঁর নিজ জন্মস্থান নীলফামারীতে আগমন উপলক্ষে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট মাফিয়া সরকার দেশের অর্থনীতি, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। এখন বিশেষ মহল থেকে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বললেও বিএনপি ইতোমধ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই সরকার বৈষম্য দূর করার কথা বললেও আমি নিজেই এর শিকার হয়েছি। দীর্ঘ ১৮ বছর ২ মাস পর দেশে ফিরলেও, আমি কোর্টে গিয়ে বিচার পেলাম না, অথচ অন্য দলের নেতা-কর্মীরা স্থগিতাদেশ নিয়ে দিব্যি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এটি কি বৈষম্য নয়?”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই দেশের প্রতিটি মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। রংপুর-নীলফামারীর মানুষ যেন আর অবহেলার শিকার না হয়, এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।”
গণসংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও মালা পরিয়ে বরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তুহিনের সহধর্মিণী আয়েশা ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা সভাপতি আলমগীর সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হক বাবু, সদর উপজেলা সাধারণ সম্পাদক এড. জুয়েল আহমেদ, ডোমার-ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।