কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়েছে
সিলেটে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৪ নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার (২ এপ্রিল) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল ও লিফলেট বিতরণ করছিল। ১৫/২০ জনের একটি দল সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে, যাদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।
এরপর, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের পর সিলেট উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৪ নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। হামলাকারীরা তাদের বাসার আসবাবপত্র ভাঙচুর করে।
এছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলরের বাসায়ও হামলা হয়েছে। সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায় এবং সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন, হামলাকারীরা ছাত্র জনতাই হতে পারে, তবে এখনও হামলাকারীদের সঠিক পরিচয় জানা যায়নি।