Staff Correspondent
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত এই দলটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।
‘জনতার দল’ নিজেদের আদর্শ হিসেবে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া ঘোষণা করেছে। শামীম কামাল তার বক্তব্যে বলেন, “আমরা বাম বা ডান দিকে তাকাব না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা আমাদের লক্ষ্য নয়।” তিনি আরও বলেন, “আমরা ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলোতে যুক্ত হব না, আমরা সামনের দিকে তাকাতে চাই।”
আওয়ামী লীগ নিয়ে দলের অবস্থান সম্পর্কে কামাল বলেন, “আমরা কোনো ব্যক্তি বা সংগঠনের সমালোচনা করতে চাই না। আমরা ব্যবস্থার সমালোচনা করতে চাই।” তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগের আগেও এই দেশে ফ্যাসিবাদ বিদ্যমান ছিল, তবে আমরা ফ্যাসিবাদকে সমর্থন করব না বা কোনো ধরনের অন্যায়কে স্থান দেবো না।”
শামীম কামাল আরও জানান, দলটি তরুণ প্রজন্মের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রণয়ন করতে চায়। তার মতে, “আমরা আমাদের প্রার্থীদের মধ্যে সততাকে অগ্রাধিকার দেবো।” যদি কোনো প্রার্থী নির্বাচিত হয়ে দুর্নীতি করে, তবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
দলটি আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। শামীম কামাল বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন স্থায়ী সমাধান নয়। নতুন রাজনৈতিক ব্যবস্থাই স্থায়ী সমাধান।”
দলটি তাদের কার্যক্রম সামরিক কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও নেটওয়ার্কের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আজকের অনুষ্ঠানে ৭৪টি এনজিওর কর্মীরা উপস্থিত থেকে দলটিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
ডেল এইচ খান দলটির মুখপাত্র হিসেবে কাজ করবেন বলে জানানো হয়েছে।