বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহফুজ আলমের ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ মর্মে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, “গত ১২ মার্চ মাহফুজ আলম তার এক ফেইসবুক স্ট্যাটাসে ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে যে মন্তব্য করেছেন, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার এ ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত।” তিনি মাহফুজ আলমের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন দাবি করেন এবং বলেন, “তিনি জামায়াত সম্পর্কে অসত্য বক্তব্য দিয়ে প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দি শাহরিয়ার কবিরদের ভাষায় কথা বলেছেন।”
গোলাম পরওয়ার আরও বলেন, “মাহফুজ আলমকে মনে রাখতে হবে যে, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তাই কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার তার নেই।” তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেও প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি উল্লেখ করেন যে, শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের তদন্ত কমিশন গঠিত হয়েছিল, যেখানে জামায়াতের কোনো সদস্যের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যায়নি। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিষয়ে সুরাহা পাওয়া যায় এবং তিনি সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন।
অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, “শেখ হাসিনা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলেন, এবং সেই বিচার বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি।” তিনি দাবি করেন, মাহফুজ আলমের বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অনুমান নির্ভর।
তিনি আশা প্রকাশ করেন, মাহফুজ আলম তার মনের বিভ্রান্তি দূর করবেন এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের ভিত্তিহীন মন্তব্য করা থেকে বিরত থাকবেন।