Shahadat Babu, Noakhali correspondent
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার জমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দিতে তারেক রহমানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ড্যাবের নেতৃবৃন্দ। নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে আসা। এ জন্য আমাদের নেতা তারেক রহমান মানবিক বিষয় চিন্তা করে এই নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ‘নিপীড়িত নারী ও শিশু আইনী সহায়তা সেলে’র সদস্য এ্যাডভোকেট রবিউল হাসান বলেন, এই ধরনের ঘটনায় ধর্ষকের পক্ষে সকল প্রকার আইনি সহায়তা থেকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এই ঘটনায় আসামি পক্ষকে কোন ধরনের আইনী সহায়তা প্রদান করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে তারেক রহমানের পক্ষ থেকে ড্যাবের উদ্যোগে নির্যাতিত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ড্যাবের পক্ষ থেকে আগামী দিনেও এ সেলের মাধ্যমে যে কোন ভিকটিমকে চিকিৎসা সাপোর্ট দেয়ার ঘোষণা দেয়া হয়। এ জন্য ৫ সদস্যের একটি মেডিকেল সেল কাজ করেছে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, নোয়াখালী ড্যাবের সভাপতি ডা.সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার প্রমুখ ।