ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার সিন্ধু নদীর পানি নিয়ে পাকিস্তানকে দিয়েছেন কড়া বার্তা। ২২ মে বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, ভারতের অধিকার থাকা নদীর পানি আর পাকিস্তান পাবে না। মোদির ভাষায়, “যারা ভারতের মাটিতে সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের মাটিতেই মিশিয়ে দেওয়া হয়েছে।”
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে মোদি বলেন, “এই হামলা গোটা ভারতকে ব্যথিত করেছে। কিন্তু গোটা বিশ্ব দেখেছে, ভারত কিভাবে মাত্র ২২ মিনিটেই জবাব দিতে পারে। নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিইউতে।”
প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হলেও সিন্ধু ও তার শাখা নদীগুলোর পানি পাকিস্তানকে নির্দিষ্ট পরিমাণ ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের। কিন্তু সাম্প্রতিক কাশ্মীর হামলার পর ভারত ওই ঐতিহাসিক চুক্তির কার্যকারিতা স্থগিত করেছে। মোদি বলেন, “ভারতের অধিকার থাকা পানি এখন আর পাকিস্তানে যাবে না। সেই পানি ভারতের কৃষকদের জন্য কাজে লাগবে।”
যদিও পাকিস্তান ও ভারত সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, তবে এই পানি ইস্যুতে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ইসলামাবাদ ইতোমধ্যেই ভারতের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করেছে। বিশ্লেষকদের মতে, পুরোপুরি চুক্তি বাতিল না হলেও এর বাস্তব প্রয়োগ স্থগিত করা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দিতে পারে। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।