বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। আগামী ৪ তারিখ থাইল্যান্ডে বিমসটেকের মূল অনুষ্ঠান শেষে সাইডলাইনে এ বৈঠক হওয়ার কথা। ভারতের পক্ষ থেকে ১ এপ্রিল বাংলাদেশ সরকারের কূটনৈতিক নোটের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে সরকারের একটি সূত্র চ্যানেল 24-কে নিশ্চিত করেছে।
বৈঠকটি সোফা ফরম্যাটে অনুষ্ঠিত হবে, তবে নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত করা হয়নি। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ এ বৈঠক নিয়ে আশাবাদী। উল্লেখ্য, গত মাসে অন্তর্বর্তী সরকার দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছিল।
এদিকে, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।