গুজরাটের বনসকাঁথা জেলার দীসা নগরের ধুনবা রোড এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি বাজি কারখানায় বয়লারে বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে যায়। এই আগুনের ফলে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের মতে, বিস্ফোরণের পর বাজি কারখানার গুদামে জমা থাকা বাজিও ফেটে যায়, এবং পুরো কারখানার একাংশ ধ্বংস হয়ে পড়ে। অনেক কর্মী কারখানার ভিতরে আটকা পড়েন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ২০০ জনের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন। পুলিশ ও প্রশাসন এখন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে একটি বাড়িতে মজুত বোমার বিস্ফোরণের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিজেপি এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, “এনআইএ একটি টিম গুজরাটেও পাঠাক।”