বর্ষীয়ান রাজনীতিক দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সংসার পাতে। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গতকাল (১৮ এপ্রিল) শুক্রবার ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবে বিয়ে করেন দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে। বিকাল পৌনে পাঁচটার দিকে রিঙ্কু নিজ বাসা থেকে বিয়ের সাজে বরের বাড়িতে পৌঁছান, এবং খুবই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিবাহের আনুষ্ঠানিকতা। রিঙ্কু নিজে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিশ্বাস করেন না বলেই অনুষ্ঠান ছিল সাদামাটা।
বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ওঠে। অনেকেই এই হঠাৎ বিয়েতে বিস্ময় প্রকাশ করেন। তবে অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এক ভিন্ন সুরে মন্তব্য করেন— নিজেও সদ্য ৫০ পার করলেন, এখনো অবিবাহিত। তিনি বলেন, “দিলীপদা আমাকে অনুপ্রাণিত করতে পারেননি।”
রুদ্রনীলের ভাষায়, “বন্ধু কিংবা সহকর্মী যেই বিয়ে করুক না কেন, আমার ভালোবাসা ও শুভেচ্ছা তাদের প্রতি থাকবেই। কিন্তু তাদের দেখে নিজে বিয়ের জন্য উদ্বুদ্ধ হইনি।” আন্দোলন ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়েই এখন তার সময় কাটে। তবে বিয়েতে তার অনীহা নেই, বরং সময় এলে করবেন— এমনটাই জানান তিনি।
বিয়ের ক্ষেত্রে রুদ্রনীল জানান, “পাত্রীর পেশা অভিনয় হোক বা রাজনীতি— তা গুরুত্বপূর্ণ নয়। তবে তাকে কর্মজীবী হতে হবে।”
রাজনৈতিক ব্যস্ততা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিড়েও দিলীপ ঘোষ জীবনের নতুন ইনিংস শুরু করলেন, আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায় যুক্ত হলো আরেকটি ব্যক্তিগত গল্পের রঙ।