ছয় বছর আগে হৃতিক রোশনের অভিনয়ে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’ ভক্তদের হৃদয়ে এখনো গেঁথে আছে। এবার সেই সিনেমার বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ার টু’ আসছে বড় পর্দায়। আর এতে হৃতিকের সঙ্গে যুক্ত হয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার জুনিয়র এনটিআর, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, যশরাজ ফিল্মস প্রযোজিত এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি আগামী ১৪ আগস্ট, ২০২৫ সালে মুক্তি পাবে।
তবে মুক্তির আগেই ছবিটি রেকর্ড গড়ে ফেলেছে। ‘ওয়ার টু’ একসঙ্গে বিশ্বব্যাপী ৭,৫০০ স্ক্রিনে মুক্তি পাচ্ছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে। এর মধ্য দিয়ে ভারতীয় ছবির আন্তর্জাতিক প্রদর্শনের নতুন এক দিগন্ত উন্মোচিত হচ্ছে। প্রায় ২০০ কোটি টাকার বিশাল বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক, সমালোচক এবং বক্স অফিস বিশ্লেষকদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা আকাশছোঁয়া।
পরিচালনায় রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অয়ন মুখার্জি, যিনি এর আগেও দর্শকদের বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ‘ওয়ার’-এর সাফল্য ছিল চোখে পড়ার মতো—ভারতে ৩০০ কোটি ও বিদেশে ১৭৫ কোটি টাকা আয় করে ছবিটি মোট ৪৭৫ কোটি টাকার ব্যবসা করে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘ওয়ার টু’ নিয়ে নির্মাতারা যে আরও বড় চমক দিতে চলেছেন, তা বলাই বাহুল্য।
হৃতিক রোশন তার অনবদ্য পারফরম্যান্স এবং স্টাইলের জন্য বরাবরই দর্শকদের হৃদয় জয় করে এসেছেন। অন্যদিকে জুনিয়র এনটিআরের আগমন ছবিটিকে দিয়েছে এক নতুন মাত্রা। দুই মহাতারকার যুগলবন্দি নিয়ে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে, ‘ওয়ার টু’ হতে যাচ্ছে ২০২৫ সালের অন্যতম বড় চলচ্চিত্রিক ঘটনা।