বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক ভিডিও। দাবি করা হচ্ছে, তিনি মব বা সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিশার একটি ছবি। বিষয়টি ঘিরে সৃষ্টি হয় নানা গুঞ্জন ও উদ্বেগ।
ছবিটি দেখেই অনেক ভক্ত মনে করেন, হয়তো মারধরের পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে কোনো হামলার সত্যতা পাওয়া যায়নি।
আসলে, মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি আছেন হাঁটুর অস্ত্রোপচারের জন্য। সেখানেই ছবিটি তোলা হয়েছে। তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
জানা গেছে, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামের একটি সিনেমার শুটিং চলাকালে তিনি ডান পায়ে মারাত্মক আঘাত পান। সে সময় তার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সেরে উঠলেও সম্প্রতি একই জায়গায় পুনরায় আঘাত পান, যার কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।