ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা সমুদ্রসৈকতে শনিবার (৩ মে) রাতে এক রূপকথার সন্ধ্যা উপহার দিলেন লেডি গাগা। তার কনসার্ট দেখতে সেখানে হাজির হয়েছিল প্রায় ২১ লাখ দর্শক—যা ব্রাজিলে অনুষ্ঠিত কোনো কনসার্টে দর্শকসংখ্যার নতুন রেকর্ড। গেল বছর একই স্থানে ম্যাডোনার কনসার্টে উপস্থিত ছিলেন ১৪ লাখ দর্শক, সেই রেকর্ড ভেঙে নিজের অবস্থান পোক্ত করলেন গাগা।
৩৯ বছর বয়সী এই পপ তারকা মঞ্চে আসার সঙ্গে সঙ্গে সমুদ্রসৈকতের বাতাস যেন আরও চঞ্চল হয়ে ওঠে। তার পরিচিত স্টাইল, উদ্দাম নাচ আর কণ্ঠের জাদুতে মোহিত হন লাখো ভক্ত। আয়োজকেরা জানান, কনসার্ট শুরু হওয়ার আগেই সৈকতের আশপাশে জড়ো হন লাখো মানুষ। আগের রাতেই যখন গাগা সেখানে অনুশীলন করছিলেন, তখনও ভিড় ছিল চোখে পড়ার মতো।

ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। অনেকেই লেডি গাগার মতো মেকআপ, কস্টিউম পরে কনসার্টে অংশ নেন। কারও সাজ এতটাই নিখুঁত ছিল যে দূর থেকে দেখে গাগার সঙ্গেই বিভ্রান্ত হওয়া সম্ভব ছিল। ‘লিটল মনস্টার’ খ্যাত এই গায়িকার সঙ্গে আত্মিক যোগাযোগ গড়ে তুলেছিলেন ভক্তরা—তাঁদের চোখে মুখে ছিল আবেগ আর আনন্দের ছাপ।
এক ভক্ত লুকাস বলেন, “গতবার ম্যাডোনার কনসার্ট ছিল অসাধারণ, কিন্তু এবার গাগা যেন পুরো শহরকে জাগিয়ে তুলেছেন।” দর্শক অ্যাবরিল বলেন, “এই অভিজ্ঞতা সত্যিই জাদুকরি। এত মানুষ, এত আবেগ—আমি কোনোদিন ভুলব না।”
২০১২ সালের পর এবারই প্রথম ব্রাজিলে কনসার্ট করলেন গাগা। এই সফরের উদ্দেশ্য তার সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘মেহ্যাম'–এর প্রচার। এর আগে মেক্সিকো সিটিতে দুটি কনসার্টে অংশ নিয়েছেন তিনি। কনসার্টের মাঝখানে দর্শকদের উদ্দেশে গাগা বলেন, “আমি আপনাদের খুব মিস করেছি। অনেক দিন অপেক্ষা করিয়েছি।”

‘মেহ্যাম’ অ্যালবামকে ঘিরে সামনে আরেকটি বড় ট্যুর শুরু করতে যাচ্ছেন গাগা। আগামী ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নেভাডা থেকে শুরু হবে সেই সফর, শেষ হবে ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে।
এই কনসার্ট শুধু সংগীতজগতের একটি বড় ঘটনা নয়, ব্রাজিলবাসীর জন্য হয়ে রইল এক স্মরণীয় রাত। প্রশ্ন একটাই—পরের বিস্ময় নিয়ে গাগা কোথায় যাচ্ছেন এবার?