চিত্রনায়ক জায়েদ খান প্রায় এক বছর আগে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে অবস্থান করলেও হঠাৎ করে তাকে ঘিরে এক নতুন গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে নাকি গোপনে বিয়ে করে সংসার পেতেছেন এই তারকা। গুঞ্জন আরও বলছে, তাঁর ‘স্ত্রী’ নাকি প্রবাসী এবং মিডিয়া সংশ্লিষ্ট কেউ।
দুই দিন ধরে এই খবর ঘুরে বেড়াচ্ছে ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে। যদিও এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই।
এ প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন জায়েদ খান নিজেই। নিউ ইয়র্ক থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “আমাকে নিয়ে কেউ না কেউ কিছু একটা গসিপ করবেই, তাই এসব রটাচ্ছে। আমি এখানে ভালো আছি, কিছু নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি। নিজের জন্য সময় বের করছি। শিগগিরই সবকিছু সামনে আসবে।”
বিয়ের গুজব প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, “না, বিয়ে করিনি। এবং কবে করবো, তাও এখনও চূড়ান্ত করিনি। যেহেতু নিউ ইয়র্কেই এখন আছি, এবং এটা আমার স্থায়ী ঠিকানা হয়ে গেছে, তাই আপাতত এই বিষয়ে ভাবছি না। কে এসব গুজব ছড়ায়, বুঝতে পারি না!”
তবে অবাক করার মতো বিষয় হলো, বিয়ের খবরের পাশাপাশি আরও একটি গুজব ঘুরছে—তিনি নাকি ‘হানিমুনে’ আছেন! যদিও এসব খবরকে হাস্যকর হিসেবেই উড়িয়ে দিয়েছেন নায়ক নিজে।