বিনোদন ডেস্ক:
সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের বাইরেও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর ব্যক্তিগত জীবন, প্রেম, সম্পর্ক এবং গোপন বিয়ের গুঞ্জন প্রায়ই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্প্রতি এ প্রসঙ্গে আবারও আলোচনায় এলেন তিনি।
শুক্রবার রাতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি টক শোতে অতিথি হয়ে হাজির হয়েছিলেন তানজিন তিশা। সেখানে উপস্থাপক তার বিয়ে ও সন্তানের বিষয়ে প্রশ্ন করলে তিশা মজা করে বলেন, “আমি নিজেও শুনেছি, আমার নাকি দুটো বিয়ে হয়েছে এবং একটি সন্তানও আছে!”
এই মন্তব্যকে ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার জন্ম নিয়েছে, তখন নতুন করে বিস্ময় ছড়ায় শনিবার (৫ জুলাই) বিকেলে সাংবাদিক ও নির্মাতা জাওয়াদ নির্ঝরের এক ফেসবুক পোস্ট। ওই পোস্টে তিনি তিনটি ছবি শেয়ার করেন এবং দাবি করেন, “এই শিশুটি তানজিন তিশার সন্তান।”
জাওয়াদ নির্ঝরের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টিকে ‘ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি সত্য কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তানজিন তিশা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার মধ্যে এই ঘটনাকে কেউ বলছেন ‘সংসার ভাঙা’র গুজবের নতুন মোড়, আবার কেউ এটিকে বলছেন ‘কৌশলগত চরিত্র হনন’।
এদিকে গণমাধ্যম ও তিশার ভক্তরা অপেক্ষা করছেন তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের। ব্যক্তিগত জীবনে তারকা হওয়া যেমন প্রশংসা কুড়ায়, তেমনি সেটিই কখনো কখনো অপ্রত্যাশিত বিতর্কের জন্ম দেয়—এ ঘটনা তারই একটি নজির বলেই মনে করছেন অনেকে।
তবে আদৌ এই ছবিগুলো আসল কি না কিংবা সেই শিশুটি তিশার সন্তান কি না, সেটি যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করে বলার সুযোগ নেই। সবদিক বিবেচনায় বিষয়টি নিয়ে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করছে সচেতন মহল।