তরুণ প্রজন্মের প্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও ফিরছে নতুন সিজনে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি নিশ্চিত করেছেন নাটকটির পঞ্চম সিজনের আগমন।
২০১৮ সালে প্রচার শুরু হলেও, নাটকটির মূল যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালেই। এরপর থেকেই কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। এই নাটকটি শুধু বিনোদনের উপকরণ ছিল না, বরং তরুণদের জীবনের হাসি-কান্না, বন্ধুত্ব, প্রেম ও বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল।
সর্বশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল চতুর্থ সিজনের শেষ পর্ব। এরপর থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন সিজনের জন্য দর্শকদের অপেক্ষা চলছিল। মাঝে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও এবার নির্মাতা অমি নিজেই নিশ্চিত করলেন—আসছে বহুল প্রতীক্ষিত সিজন ৫।
১৭ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাটকটির নতুন সিজনের একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট।”
এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতারা—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল ও শিমুল প্রমুখ।
নতুন সিজনের মাধ্যমে দর্শকদের আবারও সেই পুরোনো হাসি আর বন্ধুত্বের স্মৃতিতে ফিরিয়ে নিতে প্রস্তুত ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতার কথায় স্পষ্ট—অপেক্ষার ফল মধুর হতে চলেছে।