পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে হঠাৎই আলোচনায় উঠে এসেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কনক্লেভ। ২১ এপ্রিল পোপের মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকেই দর্শকরা সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে, বিশেষ করে অ্যামাজন প্রাইমে।
এই অপ্রত্যাশিত আগ্রহের ফলে মাত্র কয়েকদিনে সিনেমাটির ভিউ বেড়ে গেছে প্রায় ২৮৩ শতাংশ। আগে যেখানে সিনেমাটি দেখা হয়েছিল মাত্র ১৮ লাখ মিনিট, পোপের মৃত্যুর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লাখ মিনিট.
কনক্লেভ পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্গার এবং এতে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা র্যালফ ফিনিয়েস ও স্ট্যানলি টুকি। সিনেমাটি পোপ নির্বাচনের গোপন প্রক্রিয়া এবং ক্যাথলিক চার্চের অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে নির্মিত।
চলতি বছর এটি অস্কারসহ নানা আন্তর্জাতিক পুরস্কারের দৌড়ে ছিল, কিন্তু মূলধারার দর্শকদের তেমন দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুই যেন নতুন করে সিনেমাটিকে আলোচনায় এনে দিয়েছে জীবন ও বিশ্বাসের জটিল রাজনীতির এক নতুন আখ্যান।