বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নূরউল্লাহ।
১০ মে ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে ৪০টি চলচ্চিত্র সংসদের প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং আরও ৫টি সংগঠন অনলাইনে যুক্ত হয়।

সম্মেলনে বিদায়ী সভাপতি অধ্যাপক আব্দুস সেলিম বলেন, “নতুন মেধাবীদের হাতে সংগঠনের দায়িত্ব অর্পণ করে কিছুটা ভারমুক্ত অনুভব করছি। আশা করি তারা সংগঠনকে উন্মুক্ত রাখবে এবং প্রান্তিক সংগঠনগুলোর বিকাশে মনোযোগী হবে।”
সম্মেলনে উঠে আসে চলচ্চিত্র প্রদর্শনীর চ্যালেঞ্জ, দর্শকসংকট, আর্থিক সীমাবদ্ধতা এবং গুণগত মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবের বিষয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতির প্রসার, নতুন দর্শক তৈরি ও স্থানীয় প্রতিভা বিকাশের সম্ভাবনাগুলিও গুরুত্ব পায়।

নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম কচি বলেন, “চলচ্চিত্র আন্দোলনের ভাবনা ও আয়োজনকে বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। সম্মেলনে প্রান্তিক কণ্ঠস্বর শোনা হয়েছে, শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ জানান, “এই সম্মেলনের উদ্দেশ্য ছিল চলচ্চিত্র সংসদগুলিকে এক প্ল্যাটফর্মে আনা এবং তাদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা। ফেডারেশন ভবিষ্যতে কার্যক্রমকে আরও গতিশীল করার পদক্ষেপ নেবে।”

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চলচ্চিত্র সংসদগুলোর বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও এডভোকেসির দাবি জানান।

এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে ফেডারেশনের হাল তুলে দেওয়া হলো, যা দেশব্যাপী চলচ্চিত্র সংস্কৃতির উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।