ঢালিউড ও টলিউডে সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আবারও খবরের শিরোনামে। তবে এবারে আলোচনার কেন্দ্রে তার অভিনয় নয়, বরং ব্যক্তিগত জীবন।
একদিকে যেমন ‘কাজলরেখা’ সিনেমায় বড় পর্দায় তাঁর অনবদ্য উপস্থিতি কিংবা ওটিটির জনপ্রিয় সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় মৌসুমে দুর্দান্ত অভিনয়—সবই দর্শকমনে প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, তাঁর দ্বিতীয় সংসার নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সৃজিত মুখার্জি ও আলেকজান্দ্রা টেলরের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। আর এতেই জল্পনা আরও ঘনীভূত হয়—সৃজিত কি তবে আবারও নতুন সম্পর্কে জড়ালেন?
যদিও এ বিষয়ে সৃজিত মুখার্জি সাফ জানিয়ে দিয়েছেন, আলেকজান্দ্রা কেবল তাঁর ভালো বন্ধু এবং তারা একটি নতুন সিনেমা প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। এখনো কোনো চরিত্র বা গল্প চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
তবু, নেটিজেনদের একাংশ এই বক্তব্যে খুব একটা আশ্বস্ত নন। তাঁদের মতে, সৃজিতের অতীত প্রেম-ইতিহাস এবং তার আচরণ দেখেই অনুমান করা যাচ্ছে, কিছু একটা ঘটছে নিঃসন্দেহে। বিশেষ করে মিথিলার সঙ্গে তার দূরত্ব নিয়ে গুঞ্জন ক্রমেই বাড়ছে।
উল্লেখ্য, মিথিলার প্রথম সংসার ছিল জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে। সেই বিয়ে হয়েছিল ২০০৬ সালে, আর বিচ্ছেদ ঘটে ২০১৭ সালে। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। দুই বাংলার এই বহুল আলোচিত দাম্পত্য নতুন করে চ্যালেঞ্জের মুখে কি না—তা নিয়ে চলছে জোর আলোচনা।
এখন পর্যন্ত মিথিলা বা সৃজিত কেউই তাঁদের সংসার ভাঙনের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু দর্শক ও ভক্তদের কৌতূহল, উদ্বেগ, এবং আলোচনা থামছে না।