সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন—বিশেষ করে অতিরিক্ত ওজন বৃদ্ধি—প্রায় সব নারীরই সাধারণ অভিজ্ঞতা। এই বাস্তবতা থেকে বাদ যাননি বলিউড অভিনেত্রী বিপাশা বসুও। সম্প্রতি মেকআপ ছাড়া রাস্তায় বেরোনোর সময় তোলা তার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে তাকে কিছুটা ওজন বেড়েছে বলে মনে হচ্ছে। আর এতেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়।
যদিও বিপাশার অনুরাগীরা জানেন, সন্তান জন্মের পর ওজন বেড়ে গেলেও নিয়মিত ফিটনেস রুটিনের মাধ্যমে তিনি তা কমিয়ে এনেছেন। কিছুদিন আগেই ‘ক্যাট আই’ সানগ্লাস পরে তার স্টাইলিশ লুকের ছবিও শেয়ার করেছিলেন তিনি ইনস্টাগ্রামে। এরই মাঝে পুরনো একটি ‘মোটা’ দেখানো ছবি ভাইরাল হওয়ায় অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন।
ছবিতে বিপাশাকে দেখে অনেকে কটাক্ষ করলেও, অনেকেই আবার তার পাশে দাঁড়িয়েছেন। একজন নেটিজেন লেখেন, ‘তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের চোখে দেখা উচিত।’ আরেকজন মন্তব্য করেন, ‘তিনি সারোগেসির পথ বেছে নেননি, নিজেই মা হয়েছেন। তার মধ্যে মাতৃত্বের সৌন্দর্য ফুটে উঠেছে।’
বিপাশাকে ঘিরে এই ট্রোলিংয়ের বিরুদ্ধেও মুখ খুলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এক প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘মানুষের এই নিম্নরুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’
অভিনেত্রীর মাতৃত্বকে অপমান করার এই প্রবণতা যেখানে একদিকে সমালোচনার জন্ম দিচ্ছে, অন্যদিকে তা নারীর বাস্তবতা ও মর্যাদাকে সামনে আনার সুযোগও করে দিচ্ছে।