বাংলাদেশের সিনেমা প্রথমবারের মতো কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতায়! আর সেই ঐতিহাসিক মুহূর্তের অংশ ‘আলী’র পরিচালক আদনান আল–রাজীব। প্রযোজক হিসেবে কানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার থাকলেও এবারই প্রথম পরিচালকের আসনে তিনি হাজির হচ্ছেন বিশ্বের মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে।
পরিচালক রাজীব জানান, এখন তাঁর চোখ শুধু ‘আলী’র প্রিমিয়ারের দিকে। ২৩ মে দিনটি সিনেমাটির জন্য বিশেষ, কারণ সেদিনই হবে দুইটি প্রদর্শনী। তিনি বলেন, “আমরা পুরো টিম একসঙ্গে সেই প্রদর্শনীতে থাকছি, এটিই সবচেয়ে আনন্দের বিষয়।”
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আলী’র টিজার দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। কানের অফিশিয়াল ওয়েবসাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, এটি উপকূলীয় এক শহরের গল্প—যেখানে নারীদের গান গাইতে নিষেধ। সেই সমাজ থেকে উঠে আসা এক কিশোর অংশ নেয় গানের প্রতিযোগিতায় এবং শহরে যাওয়ার স্বপ্ন দেখে। তবে সেই গান ঘিরেই রয়েছে এক রহস্য।
টিজার মুক্তির পরপরই আলী চরিত্র ও তার মা-কে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। দর্শকদের নানা প্রশ্ন—তাদের সম্পর্ক কেমন, কোনো দ্বন্দ্ব আছে কি না। এসব প্রতিক্রিয়া উপভোগ করছেন রাজীব নিজেও।
কানের মতো আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সময় দিচ্ছেন বিভিন্ন দেশের সিনেমা দেখার ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে মতবিনিময়ে। সম্প্রতি তাকে দেখা গেছে গতবারের গ্রাঁ প্রি জয়ী ‘All We Imagine As Light’-এর পরিচালক ও এবারের মূল প্রতিযোগিতার বিচারক পায়েল কাপাডিয়ারের সঙ্গে আড্ডায়।
চলতি বছরের ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে এবং চলবে ২৪ মে পর্যন্ত। ‘আলী’র কান যাত্রা শুধু বাংলাদেশের সিনেমার জন্য নয়, বরং দেশের তরুণ নির্মাতাদের জন্য এক গর্বের অধ্যায় হয়ে উঠেছে।