সঙ্গীতশিল্পী শান সিদ্দিকী । সম্প্রতি মুক্তি পাচ্ছে এই সঙ্গীতশিল্পী’র নতুন একটি মিউজিক ভিডিও।
দীর্ঘ সময় বিরতিতে থাকার পর আবার গানে ফিরছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। পরিকল্পনা করছেন নতুন করে আবারও গানে নিয়মিত হওয়ার। এরই মধ্যে গেলো ঈদুল ফিতরে বেশ কয়েকটা স্টেজ শো এর প্রস্তাব এসেছে শান এর কাছে। কিছু জটিলতার কারনে আপাতত স্টেজ শো তে ফিরছেন না সঙ্গীত শিল্পী শান। তবে আপাতত স্টেজ শোতে না ফিরলেও নতুন মৌলিক গান শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
গানের শিরোনাম ‘মনের ঘর’। গানটি লিখেছেন রেজাউল বাবু, সুর করেছেন সঙ্গীতশিল্পী নিজেই, সংগীতায়োজন বিপ্লব গুপ্ত। শান জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেল “শান” এ গানটি প্রকাশ পাবে।
শান বলেন, ‘মনের ঘর একটি রোমান্টিক গান। গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লাগার। ইচ্ছে আছে শিগগিরই গানটির ভিডিও করে প্রকাশ করার। এখন তো আবহাওয়াটাও অনুকূলে নয়। সবকিছু ঠিকঠাক হোক, তারপর গানটি দ্রুত প্রকাশ করব। আর স্টেজ শো এর প্রস্তাব রয়েছে । কিন্তু আমার কিছু জটিলতার কারণে আপাতত স্টেজ শোতে ফেরা হচ্ছে না। তবে স্টেজ মৌসুমে ভক্ত-শ্রোতারা আমাকে স্টেজে পাবেন। ধরা যাক আগস্টের শেষ প্রান্তে এবং পুরোদমে সেপ্টেম্বর থেকে স্টেজে গাইব।’গানে ফিরে একটি ব্যান্ড দল করার কথাও ভাবছি।
২০১৩ সালে গানের ভুবনে আনুষ্ঠানিক পথচলা শুরু সঙ্গীত শিল্পী শানের। এরপর তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। গেয়েছেন নাটকেও। বেশ কয়েকটি নাটকের মিউজিক কম্পোজিশন এর কাজও করেছেন তরুণ এই সঙ্গীতশিল্পী। গানে ফিরে একটি ব্যান্ড দল করার কথা রয়েছে তার।