নতুন পরিচয়ে আসছেন সিয়াম-হিমি শিগগিরই চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল হিমি হাজির হচ্ছেন নতুন রূপে। এবার তাদের কণ্ঠে শোনা যাবে একটি রোম্যান্টিক গান। এটি সিয়াম-হিমির প্রথম যৌথ সংগীত প্রকাশ।
জানা গেছে, এই গানটি শোনা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং ও দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
অভিনয়ে দক্ষ হলেও সংগীতে সিয়াম নতুন মুখ। অন্যদিকে, সংগীতচর্চায় দীর্ঘদিন যুক্ত আছেন হিমি। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতের তালিম নিয়েছেন তিনি এবং নাটকের জন্য গানও গেয়েছেন। তবে সিয়াম এবারই প্রথমবারের মতো কোনো গানে কণ্ঠ দিলেন।
এই গানটির মাধ্যমে টিভি পর্দায় কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক ঘটবে সিয়াম ও হিমির, যা তাদের ভক্তদের জন্য এক নতুন চমক হয়ে আসছে।