ঢালিউড তারকা পরীমনি ও গায়ক শেখ সাদী নিয়ে এবার নতুন বিতর্ক। ঈদের আগে শোনা যাচ্ছিল যে, পরীমনি নাকি শেখ সাদীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে বিয়ের পরিকল্পনা করছেন। তবে তার হাতে মেহেন্দি দিয়ে লেখা ইংরেজি ‘এস’ অক্ষর সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল। এবার এই সম্পর্কের গুঞ্জনে নতুন দিক যোগ করলেন পরীমনির বাসার গৃহকর্মী পিংকি আক্তার, যিনি সম্প্রতি পরীমনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছেন।
একাধিক ভিডিও সাক্ষাৎকারে পিংকি দাবি করেছেন, পরীমনি ও শেখ সাদী এক বিছানায় ঘুমান, এক ঘরে থাকেন এবং একসঙ্গে খাবার খান। পিংকি আরও জানিয়েছেন যে, গায়ক শেখ সাদী পরীমনিকে মারধরও করেছেন। এমনকি, এই মারধরের পর পরীমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পিংকি জানিয়ে দেন, ঈদের আগে এমনই এক মারধরের ফলে পরীমনি হাসপাতালে গিয়েছিলেন এবং তখন তার শরীরও খারাপ হয়ে গিয়েছিল।
পিংকি বলেন, “আমি তখন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সেই সময় পরীমনি আমার মুখে হাত বোলাতে বোলাতে বলেছিলেন— ‘আমাকেও তো এভাবেই মারে। এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি।'”
পিংকি আরও জানান, পরীমনির শারীরিক নির্যাতন সহ্য করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরীমনি তাকে শুশ্রূষা দিতে অস্বীকার করেন। তার কথায়, “পরীমনি যদি শারীরিক নির্যাতনের কারণে হাসপাতালে যান, তাহলে কেন আমি একই কারণে সাহায্য পাবো না?”
এছাড়া, পিংকি আরও বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন, শুধু শেখ সাদীই নয়, পরীমনি একাধিক পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। এই সব অভিযোগের পর, গৃহকর্মী পিংকি গত বৃহস্পতিবার ভাটারা থানায় পরীমনির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, পরীমনি তাকে মারধর করেন এবং হাসপাতালে যাওয়ার সুযোগ দেননি।
এই অভিযোগ প্রকাশ্যে আসার পর, পরীমনির বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা ঢালিউডের শীর্ষ তারকাদের জীবনযাপন নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।