যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত টালিউড অভিনেত্রী ও চিত্রপরিচালক কঙ্কনা চক্রবর্তীর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন একটি অর্জন।
তার নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রি রাউটিং’-এর ট্রেলার প্রকাশ করেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে কঙ্কনাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে কঙ্কনা চক্রবর্তী জানান, ‘রি রাউটিং‘ একটি ৩৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমা, যার গল্প ও পরিচালনা তিনি নিজেই করেছেন। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন বরুণ চন্দ ও প্রদীপ ভট্টাচার্যের মতো অভিজ্ঞ শিল্পীরা।
তিনি আরও জানান, সিনেমার পোস্ট-প্রোডাকশন সম্পন্ন হয়েছে, বর্তমানে সাউন্ডের কিছু কাজ বাকি রয়েছে। আগামী ১২ এপ্রিল কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে এর প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
কঙ্কনা চক্রবর্তীর নির্মিত বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইতোমধ্যে দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। তার নতুন সিনেমা ‘রি রাউটিং‘ একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যার গল্প তিনি লিখেছিলেন ২০২০ সালে। প্রথমে কলকাতাকে কেন্দ্র করে চিত্রনাট্য তৈরি হলেও পরে সেটি অসমের প্রেক্ষাপটে রূপান্তরিত করা হয়।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুই আত্মকেন্দ্রিক চরিত্র, অবিনাশ ও কুহুকে ঘিরে। এক রাতে ঘটে যাওয়া একটি ঘটনা কীভাবে তাদের জীবনে পরিবর্তন আনে, সেটাই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।
পরিচালকের মতে, এই সিনেমায় বরুণ চন্দকে একদম ভিন্নরকম একটি চরিত্রে দেখা যাবে, যা আগে কখনও করা হয়নি। চরিত্রটি এতটাই অস্থির ও রহস্যময় যে তার পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন। সিনেমাটির শুটিং হয়েছে গুয়াহাটিতে।