প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ। ঢাকার শ্রোতাদের জন্য সরাসরি গান শোনাতে তিনি অংশ নিচ্ছেন ‘রুল দ্য ওয়ার্ল্ড’ নামের এক বিশেষ কনসার্টে। আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
১১ এপ্রিল (শুক্রবার) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট, যেখানে আইমা তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আয়োজকদের পক্ষ থেকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আল শাহরিয়ার সম্রাট জানিয়েছেন, “আমরা সবসময়ই এক্সক্লুসিভ ইভেন্ট আয়োজনের চেষ্টা করি। এ পর্যন্ত প্রায় ৪৫টির বেশি শো করেছি। এবারকার আয়োজনটি আমাদের নির্বাচিত অতিথিদের জন্য রাখা হয়েছে।”
আইমা বেগ পাকিস্তানের সংগীতশিল্পী হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ‘লাহোর সে আগে’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম পরিচিতি পান, এরপর কোক স্টুডিও পাকিস্তানে তিন মৌসুমে অংশ নিয়ে তারকা খ্যাতি আরও পোক্ত হয়।
তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে:
‘দোলা’, ‘প্যায়ার হুয়া থা’, ‘বাজি’, ‘ওয়াশমাল্লাই’, ‘বানওয়ার’, ‘কাফ কাঙ্গানা’, ‘মালাং’, ‘চান ভি’, ‘সাত দিন মোহাব্বত ইন’।
এছাড়াও, গত বছর আলী জাফর-এর সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে অংশ নেওয়ার দিনই ঢাকার আরেকটি মিউজিক ইভেন্ট ‘মেলোডি আনলিশড’-এ গান গাওয়ার কথা রয়েছে পাকিস্তানের আরও এক পরিচিত গায়ক মুস্তাফা জাহিদের।
পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে কনসার্টে অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে বেড়েই চলেছে। এর আগে ঢাকায় দর্শকদের মাতিয়েছেন আতিফ আসলাম, জাল ব্যান্ড, কাভিশ সহ আরও অনেকে। আগামী ২ মে ইউনাইটেড কনভেনশন সেন্টারে গাইবেন আলী আজমত, যিনি বিখ্যাত জুনুন ব্যান্ডের ভোকাল হিসেবে পরিচিত।
বাংলাদেশের মঞ্চে পাকিস্তানি শিল্পীদের এমন উপস্থিতি দুই দেশের সংস্কৃতি বিনিময় এবং মিউজিকপ্রেমীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করছে, যা নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশ তৈরি করছে।