বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী শেষে বের হওয়ার সময় নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াতের গাড়ি শাকিব খানের ভক্তরা আটকে রাখেন। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ স্লোগান দিতে থাকেন।
এই ঘটনার প্রতিবাদে চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে লেখেন, ‘কাজী হায়াত কিংবদন্তির নাম, যদিও তাঁর সঙ্গে আমার কোনো ছবি নেই, কিন্তু ওনাকে শ্রদ্ধা করি। ওনার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে ইনটেনশনালি (ইচ্ছাকৃত) করা, যাহোক আমরা সম্মানের সঙ্গে থাকি। জোর শব্দটা কারও একার না।’
এছাড়া, কাজী হায়াতের পুত্র চিত্রনায়ক কাজী মারুফ ফেসবুক লাইভে এসে এ ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।’
শাকিব খানের ভক্তরা ‘বরবাদ’ সিনেমার আনকাট সেন্সর চেয়ে রাজপথে প্রতিবাদও করেছেন।
এই ঘটনাগুলো চলচ্চিত্র জগতে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের প্রয়োজনীয়তা তুলে ধরে।