খোন্দকার এরফান আলী বিপ্লব:
এই ঈদে বিনোদন নির্ভর দম ফাটানো হাসির নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা এইচ এম পিয়াল। নাটকটির নাম ব্যাচেলর প্রো ম্যাক্স। শুধু পরিচালনাই নয়,নাটকটির গল্প রচনাও করেছেন তিনি। গল্পের শুরুতেই রয়েছে ভিন্নতা।
ইট, পাথর আর কংক্রিটের তৈরি হাজারো অট্টালিকার শহর ঢাকা।যে শহরে ধনীর রাজপ্রাসাদের পাশাপাশি মেস-বস্তিতে গাদাগাদি করে কোটি মানুষের বসবাস। সেসব মানুষের জীবনকে ঘিরে বিভিন্ন সময় গড়ে ওঠে নানা অজানা গল্প।যা প্রায়ই থেকে যায় লোক চক্ষুর অন্তরালে। তেমনই একটি মেসের গল্পকে উপজীব্য করে নির্মিত নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স।
ঢাকা শহরের একজন দুঃশ্চরিত্রবান বাড়িওয়ালা মাহবুব।তার বাড়িতেই একটি ক্ষুদ্র মেস পরিচালনা করেন তোতলা কামাল।সে মেসেই বিভিন্ন জেলা থেকে এসে উঠতে থাকে নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের দুঃখ-বেদনা, হাসি-কান্না, ছলচাতুরি, প্রতারণা,প্রেম-প্রীতি, ভালোবাসা,পাওয়-না পাওয়ার সব গল্প নিয়েই দীর্ঘ ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স। নাটকটিতে বাড়িওয়ালা (মাহবুব) চরিত্রে অভিনয় করেছেন মাহবুব দাদা ভাই, মেস ম্যানেজার (তোতলা কামাল) চরিত্রে অভিনয় করেছেন এএসএম সুমন, কবি (কবিন্দ্রনাথ দত্ত) চরিত্রে অভিনয় করেছেন খোন্দকার এরফান বিপ্লব, চলচ্চিত্র পরিচালক (হারাম খান) চরিত্রে অভিনয় করেছেন মুন্না অনিক, আদম ব্যাবসায়ী (সেন্টু দালাল) চরিত্রে অভিনয় করেছেন রিমন সোহেল, বিশেষ চরিত্রে দেখা যাবে সিমান্ত-কে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তানিশা শিলা, জান্নাত, পাখি,সানজানা,জ্যোতি ইসলাম,আসিফ খান, কোয়েল শিলা পাল,মিজান, ইমরান নায়ক, সোহেল আহমেদ, আনোয়ার,মালিহা মিম, কিশোর ডি কস্তা,লিটন মামা, অনিক, মিজানুর রহমান জাহাঙ্গীর,শিশু শিল্পী মাষ্টার তিমনসহ আরো অনেকে।
নাটক সম্পর্কে পরিচালক এইচ এম পিয়াল বলেন,”আমার দীর্ঘ ধারাবাহিক হিসেবে ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের সামনে নিয়ে আসবো।গল্পকে বাস্তবিক রাখার জন্য আমরা অতিরিক্ত মেকআপ কিংবা প্রপস ব্যবহার করছি না। সম্পূর্ণ বিনোদনে ভরপুর ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের মনের খোড়াক যোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
মেস ম্যানেজার চরিত্রের অভিনেতা এএসএম সুমন বলেন,”নাটকটিতে সমাজ বাস্তবতার একটি দারুন চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে নাটকটির গল্পটা খুব ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। দর্শকদেরও ভালো লাগবে। আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন নাটকটির প্রতিটি পর্ব মনোযোগ সহকারে দেখেন।”
কবি চরিত্রের অভিনেতা খোন্দকার এরফান বিপ্লব বলেন,”আমি সবসময়ই বৈচিত্র্যময় রোমান্টিক চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।এ নাটকটির চরিত্রগুলো সেরকমই।আমার চরিত্রটিও দারুন এবং স্পেশাল একটি কাজ। আশা করছি নাটকটি দর্শকদের হ্নদয় ছুঁয়ে যাবে।”
ইতোমধ্যে ব্যাচেলর প্রো ম্যাক্স নাটকের অফিসিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে।নাটকে ডিওপি হিসেবে ও নানা অলংকরণের কাজ করেছেন ইরকে মানিক।কারিগরি সহযোগিতায় ইভেন্ট এশিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় পাক্ষিক আনন্দ বিনোদন।এটি স্বনামধন্য ঢাকা মডেল এজেন্সি’র একটি প্রোডাকশন। আসছে ঈদে দর্শকেরা ঢাকা মডেল এজেন্সি’র ড্রামা চ্যানেলে নাটকটি দেখতে পাবেন। কর্তৃপক্ষ আশা করছেন নাটকটি প্রকাশের পরই প্রশংসা কুড়াবে ও বেশ উচ্ছসিত হবেন দর্শকেরা।এখন শুধু অপেক্ষার পালা ।