দীপক কুমার দেব নাথ,Sarail (Brahmanbaria) Representative:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর ৯ বছরের এক শিশুর মরদেহ মসজিদের দোতলা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম ময়না আক্তার (৯)। সে চন্দু মিয়া পাড়ার প্রবাসী মো. রাজ্জাক মিয়ার মেয়ে।
পরিবার জানায়, গতকাল শনিবার বিকেলে ময়না নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে ফজরের নামাজের পর মসজিদে কোরআন শিক্ষার (মক্তব) জন্য আসা কয়েকজন শিশু মসজিদের দ্বিতীয় তলায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ মসজিদের দোতলায় ফেলে রাখা হয়েছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পিবিআই এবং সরাইল থানা পুলিশের একটি যৌথ তদন্ত দল উপস্থিত হয়। সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। এরই অংশ হিসেবে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।