রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকায় সহায়তা করতে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
তিনি মৎস্যজীবীদের হাতে বিকল্প আয়বর্ধক এই ছাগলগুলো তুলে দেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ—ডা. রহমত উল্লাহ, দিলদার হোসেন, লোকমান আহমেদ ও হারুনুর রশীদ।
অনুষ্ঠানে বক্তারা মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদে মাছ না ধরতে এবং কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানান।
কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, প্রতি জেলেকে চারটি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ মৎস্যজীবীদের বিকল্প আয়ের পথ উন্মুক্ত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।