মোঃ মামুন মোল্লা, খুলনা প্রতিনিধি:
খুলনার ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে বন্ধ ঘোষিত সকল জুট মিল পুনরায় চালু এবং শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে এক বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৫টায় এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি পাঠ সুতা বস্ত্র কল শ্রমিক-কর্মচারী ফেডারেশন।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান এবং সঞ্চালনায় ছিলেন বাবুল হোসেন। জনসভায় বক্তারা বন্ধ জুটমিলগুলো দ্রুত চালু করা, শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধ, আন্দোলনরত নেতাদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং শ্রমিকদের ঠকানো মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। তিনি বলেন, “শ্রমিকদের ঘামে তৈরি এই শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে মিলগুলো চালু করা এবং শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক।
সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন:
- বন্ধ মিলগুলো অবিলম্বে চালু করতে হবে
- শ্রমিকদের সব বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে
- শ্রমিক নেতাদের ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে
- মিল মালিকদের অবহেলার কারণে শ্রমিকদের দুর্দশা—তাদের আইনের আওতায় আনতে হবে
শ্রমিকদের দাবি বাস্তবায়নে অচিরেই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।