মোঃ নাছিম কবির রনি, কালিয়াকৈর প্রতিনিধি:
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় ম্রেনীর শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের আফসান ওহির মা আফসানা প্রিয়া নিখোঁজ রয়েছে। ছেলেকে পাওয়া গেলেও মাকে এখনো পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার স্ত্রী। পরিবারিক সুত্রে জানা যায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করতো গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার ছেলে আফসান ওহি। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনই ছেলেকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। প্রতিদিনের মত সোমবারও আফসানা প্রিয়া তার সন্তান আফসান ওহিকে স্কুলে নিয়ে গিয়ে শ্রেনী কক্ষে দিয়ে নিজে অভিবাবক কক্ষে বসে ছিলেন। দুপুরে হঠাৎ করে স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক হতাহত হয়। এসময় অভিবাবকরা তাদের সন্তানদের খুজে পেতে অনেক ছুটাছুটি করতে থাকে। এসময় সন্তান আফসান ওহিকে পাওয়া গেলেও তার মা এখনো নিখোঁজ রয়েছে।
ওহাব মৃর্ধার ভাই দুলাল মৃর্ধা বলেন, হঠাৎ করে আমাদের কাছে খবর আসে আফসানা ওহির স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে এবং এসময় আফসান ওহিকে পাওয়া গেলেও তার মা আফসানা প্রিয়াকে পাওয়া যাচ্ছে না। পরে খবর পাওয়ার সাথে সাথে আমরা উত্তরায় গিয়ে তাকে খুজতেছি। কেউ যদি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে ০১৮১৪৪৪৯৩২৬ জানাবেন।