মো. নাছির উদ্দিন, চাঁদপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী এনামুল হক শামীমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৪ মে) রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।
পুলিশ জানায়, ২০২২ সালের ২৫ এপ্রিল বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন কাজী শামীম। ওই ঘটনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর গাড়ি ও প্যান্ডেলে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অস্ত্রের মুখে ২৭ জনকে আহত করে।
ঘটনার পর গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ মোট ৮৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৫০০ জনকে বিবাদী করা হয়।
ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “কচুয়া থানার আবেদনের ভিত্তিতে ঢাকা ডিবি পুলিশ কাজী এনামুল হক শামীমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, টেন্ডারবাজি, হত্যার হুমকি সহ একাধিক মামলা রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী শামীমের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।