এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় একজন সাংবাদিককে ভারতীয় পর্নসাইটের ভিডিওতে ছবি জুড়ে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করার অভিযোগে থানায় মামলা হয়েছে।
শনিবার (৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদর থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও চাঁদাবাজি ধারায় মামলাটি (নং-২৩) নথিভুক্ত হয়। মামলার প্রধান অভিযুক্তরা হলেন—পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন, এবং কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের কামরুল হাসান। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভারতীয় একটি পর্নসাইট থেকে একটি অস্পষ্ট ভিডিও ডাউনলোড করে সাংবাদিকের ছবি ভিডিওর কর্ণারে বসিয়ে হোয়াটসঅ্যাপে পাঠায় এবং টাকা না দিলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেই এডিট করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
সাতক্ষীরা সাইবার এলার্ট টিমের পরিচালক মাহবুব রহমান বলেন, “ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে এডিট করা ছবির কোনো মিল নেই। ভিডিওটির উৎস ভারতীয় পর্নসাইটে নিশ্চিত হওয়া গেছে।”
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, “গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় থাকা এক সৎ সাংবাদিককে হেয় করতেই পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, অন্যথায় সাংবাদিক সমাজ মাঠে নামবে।”
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, “ঘটনায় পর্নগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”