চাইথোয়াইমং মারমা স্টাফ প্রতিবেদক (রাঙ্গামাটি):
ঢাকা রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ,জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে একটানা লড়াই মঙ্গলবার শেষে রাত আড়াইটা সময় চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী, রাঙ্গামাটি জেলার রাজেস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়ার কলেজ পাড়া সন্তান উ ক্য সাইং মার্মা। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন তার পিতা উসাই মং মার্মা। মৃত্যুর খবরে রাজস্থলীতে নেমে এসেছে শোকের ছায়া।।
নিহত উক্য সাইং । নিহত খালা মেমে সাইন বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছেন।নিহত উক্যসাই মারমা স্বজন ও প্রতিবেশীদের লক্ষ্য করা গেছে। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে বাড়ির ভিতরের পরিবারের শোকের ছায়া মধ্যে কান্না করার দেখা গেছে।পার্বত্য জেলা রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার বাসিন্দা উসাইমং মারমার ছেলে উক্যসাইং মারমা (১৪) সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র,উক্যসাইং মারমা পরিবারের এক মাত্র ছেলে, উক্য সাইং মারমা।তার পিতা উসাইমং মারমা রাজস্থলী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত,উক্যসাইং মাতা মিসেস তেজিপ্রু মারমা রুমা উপজেলা ক্যটেইন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত,।।
এক প্রতিবেশী বলেন, ওকে ছোটবেলা থেকেই দেখেছি আমরা , এমন একটি তরতাজা প্রাণ এভাবে ঝরে যাবে—ভাবতেই পারছি না। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।কান্নাজড়িত কণ্ঠে উক্যসাই পেশি হ্লামাচিং মারমা বললেন, এই রকম ভালো ছেলে আমি আর দেখেনি,সেই অত্যন্ত ভালো ও মেধাবী ছাত্র,কোনো রকম দুষ্টুমি ছিল না আমরা এভাবে হারাতে হবে, ভাবতেই পারিনি।নিহত শিক্ষার্থী উক্যসাইং মার্মা”র পিতা উসাই মং বলেন, আগামীকাল(বুধবার) বাঙালহালিয়ায় নিজ গ্রামে বিমান দুর্ঘটনায় নিহত উক্যসাইন মার্মা”র বিকাল ৩ টায় দাহ ক্রিয়া সম্পন্ন করা হবে। তাঁর আত্মীয় -স্বজন শুভাকাঙ্খীদেরকে উক্যসাইং এর দাহক্রীয়ায় অংশ নেওয়ার জন্য সবাইকে পূণ্যরাশি দান করার জন্য ধর্ম বর্ণ নির্বেশেষে দাহ ক্রিয়া অনুষ্ঠানে আশার জন্য অনুরোধ করেন।অকাল মৃত্যুর কেউ মেনে নিতে পারেনি। তার বিদেহী আত্না শান্তি কামনা করছি।