সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন। কর্মচারীদের নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেয়া হয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে আমাদের বৈঠক হবে। বৈঠক শেষে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।
এর আগে মঙ্গলবারও সচিবালয়ে কিছু সময় বিক্ষোভ করেছেন কর্মচারীদের একাংশ। বেলা সাড়ে ১১ টার দিকে তারা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। এসময় তারা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী গোটা সচিবালয়ে নিরাপত্তা জোরদার করেছে। কর্মকর্তা ও কর্মচারীরা নির্বিঘ্নে প্রবেশ করছেন। তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেলা ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয় প্রশাসন।