Satyajit Das (Moulvibazar Correspondent):
অপরাধ দমন,মামলা নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যতিক্রমী সাফল্যের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এপ্রিল/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই স্বীকৃতি দেওয়া হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান শ্রেষ্ঠ জেলা হিসেবে মৌলভীবাজারকে ঘোষণা করেন এবং জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন,পিপিএম (সেবা)-এর হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া,সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা। থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান সম্মাননা গ্রহণ করেন।
শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হয়েছেন মৌলভীবাজার সদর কোর্টের রফিকুল ইসলাম এবং সেরা এসআই (সাব-ইন্সপেক্টর) হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু চন্দ্র দাস।
পুরস্কারপ্রাপ্তির মাপকাঠিতে ছিল;মামলা রুজু ও নিষ্পত্তির হার,গ্রেফতারি পরোয়ানা তামিল,মাদক উদ্ধার,ক্লুলেস মামলার সফল উদঘাটন,ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পারফরম্যান্স।
এই অর্জন জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।